অফিসে ফিরছে টেক জায়ান্টরা

২৮ মার্চ, ২০২১ ১০:৩৮  
করোনার কোপ সামলে আগামীকাল ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের রেডমন্ডের মাইক্রোসফট কার্যালয় খুলতে যাচ্ছে মাইক্রোসফট। একই দিনে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কার্যালয় খোলার কথা জানিয়েছে অনলাইন রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। মাইক্রোসফটের মতো মিশ্র পদ্ধতিতে কাজ চালানোর কথা ভাবছে গুগল। আর মে মাস থেকে কর্মীদের অফিসে ফিরিয়ে আনার কথা ভাবছে ফেসবুক। উবারের মতো ২০ শতাংশ কর্মীকে অফিসে ফিরিয়ে আনতে যাচ্ছে টুইটার। অ্যাপলও কিছু কর্মীকে অফিসে এসে কাজ করার নির্দেশনা দিয়েছে। এর আগে মহামারির প্রায় শুরুর দিকে ঘরে থেকে কাজের পরিকল্পনার ঘোষণা দিয়েছিলেন ফেসবুক প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। সে সময় বলেছিলেন, ফেসবুকের প্রায় অর্ধেক কর্মী আগামী ৫–১০ বছর এভাবেই ঘর থেকে কাজ চালিয়ে যেতে পারবেন। তবে আগামী মে থেকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অফিসগুলো খুলে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানটি। শুরুতে কর্মীর সংখ্যা সর্বোচ্চ ১০ শতাংশ রাখা হবে।তবে আগামী সেপ্টেম্বরের আগে ৫০ শতাংশ কর্মীদের অফিসে ফেরার কথা বলা হবে না। এদিকে ২৯ মার্চে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর কার্যালয় খুললেও এ বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের আগে অফিস খুলবে না তারা। অফিসে কর্মীদের পরিমাণ আপাতত ২০ শতাংশের বেশি হবে না। পাশাপাশি কোনো কর্মীর পরিবারের সদস্য অসুস্থ হলে তাকে ঘরে থেকে কাজ চালিয়ে যেতে হবে। আগামী ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের রেডমন্ডের মাইক্রোসফট কার্যালয় খোলা হলেও কখনো অফিসে এসে, আবার কখনো ঘর থেকে কাজ চালিয়ে যাবেন এর কর্মীরা।